সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

দুই ইউপিতে ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলায় দুটি ইউনিয়নে আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় শেষ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীসহ মোট আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সময় ইউনিয়ন দুটিতে ১৮ নারীসহ ৫৮ জন সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গতকাল মনোনয়ন জমাদানের শেষ দিন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ২ নম্বর লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে  পাঁচজন। তারা হলেন-মো. তুহিন,  মো. দেলোয়ার হোসেন মোল্লা, জহিরুল ইসলাম, মো. জলিলুর রহমান তালুকদার ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ দুলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

 এ সময় একই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩১ (মেম্বার) প্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ৫ নম্বর শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ছালাম, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আজাহার আলী মৃধা ও তার ছেলে মো. মাহমুদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে মেম্বার পদে ২৭ জন এবং সংরক্ষিত আট মহিলা সদস্য (মেম্বার) প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল আওয়ামী লীগ মনোনীত ২ প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাখিল করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকরা বাইরে উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। দাখিলকৃত আট চেয়ারম্যান প্রার্থী ও ৭৬ মেম্বার প্রার্থীর যাচাই-বাছাই শেষে ১৯ জুন বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মো. সুমন মিয়া আসন্ন দুটি ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সফল করতে এ সময় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ খবর