সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

চালের বাজার নিয়ন্ত্রণের দাবি

দিনাজপুর প্রতিনিধি

চালের বাজার নিয়ন্ত্রণের দাবি

দিনাজপুর প্রেস ক্লাবে জেলার ধান চাল পরিস্থিতি এবং চাল উৎপাদন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিন মিল মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিন মিল মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন।  বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিন মিল মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাখি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের বলেন, দেশের মূল এবং প্রধান খাদ্য হচ্ছে চাল। চালের দাম বাড়লেই মিল মালিকদের ঘাড়ে এসে পড়ে। কথা উঠে আমরাই নাকি সিন্ডিকেট করে দাম বাড়িয়েছি। আসলে কথাটি সত্য নয়, আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা মিল মালিকরা বাঁচব। গত ৫ বছর ধরে আমরা লস দিয়ে সরকারকে চাল দিয়ে যাচ্ছি। এর মধ্যে কিছু ব্যক্তি লাইসেন্সবিহীন মজুদদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে মজুদ করে বাজারে দাম বাড়িয়ে দেয়, আর দোষ হচ্ছে আমাদের। তাদের কাছে এখনো যে পরিমাণ গম, ধান, সরিষা মজুদ রয়েছে তা আমাদের মতো মিলারদের কাছে নেই। যার ফলে তারাই বাজার নিয়ন্ত্রণ করছে। বাজার ব্যবস্থাপনায় চারটি সেক্টরে যেমন বাজার ব্যবস্থাপনা, করপোরেট লেভেল, মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করতে পারলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারলে সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে।

 এ সময় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হক, সহসাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক দুদু উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর