সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

নিরাপত্তাকর্মী পদে নিয়োগ বাতিল দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাওলানা আবদুর রশীদ তর্কবাগিশ উচ্চবিদ্যালয়ে জাল জালিয়াতির মাধ্যমে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়ায় তা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিয়োগ বঞ্চিত প্রার্থী ও এলাকাবাসী। গতকাল উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজারে নিয়োগ বঞ্চিত প্রার্থী ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন-বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিয়োগ বঞ্চিত প্রার্থী মনজুর আহমেদ জীবন ও মোস্তফিজুর রহমান। বক্তরা বলেন, মাওলানা আবদুর রশীদ তর্কবাগিশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক ও সভাপতি মামুনুর রশিদ জাল জালিয়াতির মাধ্যমে চলতি বছরের ১৪ মে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ প্রদান করেছেন। গোপনে নিয়মনীতি অমান্য করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন।

 এমনকি নিয়োগ প্রার্থী শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলামকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হয়নি। বক্তারা অবিলম্বে নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সুদৃষ্টি কামনা করেছেন। উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, অন্যান্য দফতরে অভিযোগ দেওয়া হলেও আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাওলানা আবদুর রশীদ তর্কবাগিশ উচ্চবিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ বলেন, স্বচ্ছ্বতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন তাকেই নিয়োগ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার কথা সত্য নয়।

 

সর্বশেষ খবর