সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি ভোগান্তি, আখাউড়া ইমিগ্রেশনে হাঁটু জল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃষ্টি ভোগান্তি, আখাউড়া ইমিগ্রেশনে হাঁটু জল

ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় হাঁটুপানি জমেছে। এতে বাংলাদেশ-ভারতের যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। গতকাল দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন ভবনের সামনে হাঁটু পানি ভেঙে দুই দেশের যাত্রীদের চলাচল করতে দেখা যায়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের প্রায় ১২-১৩ শ যাত্রী আসা-যাওয়া করে। বহু মানুষ চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে আগরতলা থেকে বিমানে ভারতের বিভিন্ন জায়গায় যায়। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের সামনের আখাউড়া-আগরতলা সড়কের অবস্থান। সড়কটি ইমিগ্রেশনের সামনের এলাকা থেকে তিন-চার ফুট উঁচু। এ জন্য অল্প বৃষ্টিতেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের সামনের ফাঁকা জায়গায় পানি জমে। এতে দুই দেশের যাত্রীদের পানি মাড়িয়েই ইমিগ্রেশন ভবনে প্রবেশ করতে হয়। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেও যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদুল হক বলেন, দুপুরের বৃষ্টিতে পানি জমেছিল। দ্রুতই পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর