মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

করোনা টিকায় টাকা নেওয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি

পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে করোনার টিকার জন্য টাকা নেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সুজানগর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা রাশিদুল কবিরের বিরুদ্ধে এ মামলা হয়। এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রছাত্রীদের কাছ থেকে ইউনিক আইডি কার্ড ও করোনার টিকার জন্য জনপ্রতি ৫০ টাকা ও ৩০ টাকা করে মোট ৮০ টাকা প্রধান শিক্ষক মির্জা রাশিদুল কবির চাঁদা নেন। রাশিদুল কবির এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনি স্থানীয় রাজনীতির শিকার বলে দাবি করেন।

 

সর্বশেষ খবর