শিরোনাম
বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং

রাঙামাটিতে বজ্রপাতের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ভেদভেদি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় ঘরের সব জিনিসপত্র। অন্যদিকে পাহাড় ধসের শঙ্কায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তাই পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক শাহীনুর বেগম বলেন, রাঙামাটিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো ভারী আবার কখনো মাঝারি। তার সঙ্গে অব্যাহত আছে বজ্রপাত। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই বজ্রপাতের। কিছুক্ষণ কানে কিছু শুনতে পাইনি। পরে বুঝতে পারি বাড়ির চালে আগুন জ¦লছে। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসেনি। খবর পেয়ে ফায়ার সার্র্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে তার আগে ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত পরিবার বলছে প্রায় ৪০ হাজার টাকার আসবাবপত্র পুড়ে গেছে। অন্যদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে রাঙামাটিতে ফের পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। তাই ঝঁকিপূর্ণ এলাকার পাহাড়বাসীকে আশ্রয় কেন্দ্রে যেতে সতর্কতা মাইকিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে শহরের শিমুলতলী, নতুন পাড়া, মনতলা, রাঙ্গাপানি, রিজার্ভ, এসপি অফিস সংলগ্ন এলাকা, শহীদ আবদুুল আলী একাডেমি সংলগ্ন ঢাল, পুলিশ লাইন সংলগ্ন ঢাল, স্বর্ণটিলা পাহাড়ের ঢাল, রাজমণিপাড়া পাহাড়ের ঢাল, রেডিও স্টেশনের পাশে শিমুলতলী পাহাড়ের ঢাল, লোকনাথ মন্দির পাহাড়ের ঢাল, আনসার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাহাড়ের ঢাল, চম্পক নগর পাহাড়ের ঢাল, পাবলিক হেলথ পাহাড়ের ঢাল, আমানতবাগ পাহাড়ের ঢাল, মুজিবনগর পাহাড়ের ঢাল এলাকায়। এসব এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে মাঠে নেমেছে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরই মধ্যে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছে রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি বলেন, রাঙামাটি পৌর এলাকার আশ্রয় কেন্দ্র সব সময় প্রস্তুত। পাহাড়বাসিন্দাদের সতর্ক করতে অব্যাহত আছে মাইকিংও। আরও কয়েকদিন এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর