বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

নকলা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। গতকাল পৌরসভার মিলনায়তনে মেয়র এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা পৌর মেয়র লিটন বলেছেন, এ বাজেটে মোট ৬৪ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৮৬৫ টাকা সম্ভাব্য আয় ও ৬২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

সম্ভাব্য এ বাজেটে ১ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৮৬৫ টাকা উদ্বৃত্ত (মূলধন) রাখা হয়েছে। এ বাজেটে রাজস্ব খাতে ১২ কোটি ১৪ লাখ ২ হাজার ৪৩০ টাকা সংবলিত সম্ভাব্য আয় ও ১১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা সংবলিত ব্যয় ধরা হয়েছে। তা ছাড়া উন্নয়ন খাতে সম্ভাব্য আয়ের আশা করা হয়েছে ৫২ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর