বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও অন্য এক যুবককে মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস প্রদান করেছেন অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শাহারিয়ার খান। গতকাল তিনি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এ সময় অন্য আসামি রাসেল মিয়া আদালতে অনুপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত মিজানুর রহমান দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত একই গ্রামের রাসেল মিয়া এবং মামলায় খালাস পাওয়া একই উপজেলার যাদবপুর গ্রামের পাভেল মিয়া। টাঙ্গাইলের অতিরিক্ত পিপি খোরশেদ আলম জানান, টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ ২০১৯ সালের ২ জুন গোপন খবরের ভিত্তিতে সখীপুরের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দন্ডিত মিজানুর রহমানের কাছ থেকে ১ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে।

এ ছাড়া রাসেলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে। ঘটনার দিন জেলা ডিবির (উত্তর) উপপরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে পাঁচজনের নামে মামলা করা হয়েছে। পরে সখীপুর থানার এসআই ছবেদ আলী তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জুলাই আসামি মিজানুর রহমান, রাসেল মিয়া ও পাভেল মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলার প্রধান আসামি মিজানুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকে রায় ঘোষণা পর্যন্ত জেলা কারাগারে রয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর