বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

নৈশপ্রহরীকে অপসারণ দাবি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার একটি দাখিল মাদরাসার নৈশপ্রহরীকে অনৈতিক কর্মকান্ডে জন্য চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাদরাসা সংলগ্ন পুনট শান্তিনগর সড়কে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। বিক্ষোভ শেষে মাদরাসা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন তারা।

এতে বক্তৃতা করেন, হেলাল উদ্দিন সরকার, তুহিন ইসলাম প্রমুখ।

, শফিকুল ইসলাম, তোজাম্মেল হক প্রমুখ।

তারা ভুগোইল হেজবুল্লাহ দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবু হাসানারে বিরুদ্ধে মাদক সেবন থেকে শুরু করে নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তোলেন। তারা বলেন, আবু হাসানের অনৈতিক কাজের প্রতিবাদকারীদের ফাঁসাতে তিনি ১৫ জুন রাতে আত্মগোপন করেন। বিষয়টি থানায় জানানোর পর ১৮ জুন স্বেচ্ছায় বাড়ি ফেরেন। এরপর মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে এলাকার বিভিন্ন জনের কাছে টাকা দাবি করছেন। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে এমন কর্মকান্ডে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আবু হাসানকে অপসারণের দাবি জানান তারা। পরবর্তীতে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন। অভিযুক্ত নৈশপ্রহরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। মাদরাসার সুপারিনটেনডেন্ট মোনায়েম হোসেন বলেন, বিষয়টি পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর