বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নূর বানু (৬০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন গতকাল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতে উপস্থিত নিহতের ছেলে ইলিয়াস মিয়া জানান, তারাবো পৌরসভার গন্ধর্বপুর গ্রামের নূর বানুর প্রায় দুই শতাংশ জমি দখল করে রাখে প্রতিবেশী দুই ভাই জাহাঙ্গীর ও রুবেল। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশ হলেও অভিযুক্তরা তা মানেনি। বিচার সালিশের কারণে প্রায় সময় নূর বানুকে স্বপরিবারে হত্যার হুমকিও দিয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩০ জুন নূর বানুকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে অভিযুক্ত দুই ভাই ও তাদের সহযোগীরা। এ ঘটনার পর দিন জাহাঙ্গীরের নামোল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়।

সর্বশেষ খবর