বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

খালে বাঁধ দিয়ে মাছ চাষ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

খালে বাঁধ দিয়ে মাছ চাষ

চরফ্যাশনের দক্ষিণ আইচায় টুংচর খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। এতে কয়েক গ্রামের চাষিদের সেচনির্ভর আবাদ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ জনপদ। বাঁধ অপসারণের দাবিতে কৃষক ও জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্র জানান, টুংচর খালটি দক্ষিণের বুড়াগৌরাঙ্গ নদ থেকে উৎপত্তি হয়ে চরমানিকা এবং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম দিয়ে পশ্চিমের মায়া নদীতে যুক্ত হয়েছে। চরমানিকা ইউনিয়নের টুংচরে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বুড়াগৌরাঙ্গ ও মায়া নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। কৃষকরা অভিযোগ করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ও তার দুই ছেলে খালে একাধিক বাঁধ দিয়ে ঘের তৈরি করে মাছ চাষ শুরু করেন। গ্রামবাসী বাধা দিলেও শোনেননি। এরপর খালের দখল উচ্ছেদ চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সুরাহা হয়নি। কৃষক মাসুদ জানান, পুরনো খালটি দখল করে ঘের নির্মাণ করায় বিপাকে পড়েছেন ওই ইউনিয়নের চাষিরা। খাল বন্ধ করে দেওয়ায় আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি সংকটে ইরি আবাদ ব্যাহত হচ্ছে। চেয়ারম্যান শফিউল্লাহ বলেন, ‘এলাকায় গরু-মহিষ চলাচল করতে গিয়ে একটি নালা তৈরি হয়েছে। ওই নালায় কিছু নৌকা রাখতেন জেলেরা। দক্ষিণাংশে মানুষের জবরদখলে চলে যাওয়ার পর ওইখানে দেড় একর জমি আমার ছেলের নামে বন্দোবস্ত নিয়ে মাছের ঘের নির্মাণ করেছি।’ সহকারী কমিশনার (ভূমি) আবদুল মাতিন খান জানান, সরকারি খাল বা পাড়ের জমি বন্দোবস্ত দেওয়া বা কারও নামে নেওয়ার সুযোগ নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর