বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

১৫ ক্রেন-ফর্কলিফটের ১৩টিই অচল

বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত অধিকাংশ ক্রেন ও ফর্কলিফট দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এগুলো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি ঠিকাদার প্রতিষ্ঠান গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজ। এতে ভারী পণ্য ওঠানামায় হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি পণ্য খালাসে  বাধাগ্রস্ত হওয়ায় বন্দরে দেখা দিয়েছে পণ্য যানজট। দেশের শিল্পকারখানা স্থাপনের যন্ত্রাংশ, রেল-বিদ্যুৎ প্রকল্প ও সেতু-কালভার্ট নির্মাণের মালামালসহ ভারতের সঙ্গে যে আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগ বেনাপোল বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়। বন্দর কর্তৃপক্ষ ভারী পণ্য ওঠানামার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজের সঙ্গে ৫ বছরের চুক্তি করছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটির মাত্র সাতটি পুরনো ক্রেন ও আটটি পুরনো ফর্কলিফট  নিয়ে বন্দরের পণ্য ওঠানামানোর কাজ শুরু করে। ক্রেন ও ফর্কলিফটগুলো পুরনো হওয়ায় ১৫টির মধ্যে ১৩টিই অচল হয়ে পড়েছে। এখন মাত্র একটি ক্রেন ও একটি ফর্কলিফট সচল আছে। আগে দিনে সাতশতাধিক ট্রাক পণ্য লোড-আনলোড হলেও এখন তা ক্রমে অর্ধেকের নিচে নেমে গেছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সহসভাপতি কামাল উদ্দীন শিমুল বলেন, বন্দর দিয়ে বর্তমান সময়ে বিদ্যুৎ, রেল প্রকল্পের মালামাল বেশি আসছে। চাহিদার তুলনায় এসব ভারী মালামাল ওঠানো ক্রেন ও ফর্কলিফট কম। তা ছাড়া এগুলো বেশির ভাগ সময় নষ্ট হয়ে পড়ে থাকে।

সর্বশেষ খবর