বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের আল আহাদ অ্যান্ড নার্সিং হোম অ্যান্ড ক্লিনিকে ভুল অপারেশনে রাবেয়া খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত চিকিৎসক ভুক্তভোগীর পরিবারকে ২০ হাজার টাকা দেওয়ার অপচেষ্টাও করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে আল আহাদ ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন মৃতের স্বজনরা। পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার কথা বলে পরিস্থিতি শান্ত করে। নিহতের স্বামী তরিকুল ইসলাম জানান, ডা. অমরেন্দ্রনাথ দেউড়ি মঙ্গলবার দুপুরে ওই ক্লিনিকে তার স্ত্রী রাবেয়ার সিজারিয়ান অপারেশন করেন। রাবেয়া কন্যাসন্তান জন্ম দেন। বিকালে রাবেয়ার অবস্থা খারাপ হলে ক্লিনিক কর্তৃপক্ষ ফরিদপুরে নিয়ে যাওয়ার জন্য স্বজনদের চাপ দেন। স্বজনরা রোগীকে অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় তার মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্লিনিকটি এখন তালাবদ্ধ অবস্থায় আছে। অভিযুক্ত ডাক্তারের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। মাগুরার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘ক্লিনিকটি তালাবদ্ধ করার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই চিকিৎসক কোনো চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না মর্মে তাকে চিঠি দিয়েছি।’

সর্বশেষ খবর