বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

বন্ধ ভোঁপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাসেবা বঞ্চিত মানুষ

বাবুল আখতার রানা, নওগাঁ

বন্ধ ভোঁপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাসেবা বঞ্চিত মানুষ

আত্রাই উপজেলার ভোঁপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। জানা যায়, উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের অর্থায়নে স্থাপন করা হয় উপস্বাস্থ্য কেন্দ্রটি। বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চিকিৎসাসেবা পাচ্ছেন না ভোঁপাড়া, শিমুলিয়া, তেঘর ও তিলাবদু গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এলাকাবাসীর দাবি এ অঞ্চলের সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য উপস্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম নতুন করে শুরু করা হোক। জানা যায়, আশির দশকে স্থাপন করা হয় এ উপস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীর বেতন ও ওষুধ সরবরাহসহ সবকিছু চলতো নেদারল্যান্ডসের অর্থায়নে। স্থাপনের পর থেকে এ স্বাস্থ্য কেন্দ্রটিতে আর সংস্কার কিংবা মেরামতের ছোঁয়া লাগেনি। ফলে এটি নিজেই রোগী হয়ে গেছে। অনেক বছর আগেই ভবন হয়েছে পরিত্যক্ত। দাফতরিকভাবে বন্ধ আছে এ কেন্দ্রের সব কার্যক্রম। কোয়ার্টারগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। তবুও জীবনের ঝুঁকি নিয়ে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্তরা মাঝে মধ্যে এখানে আসেন দেখভাল করতে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কোনো চিকিৎসা সরঞ্জাম নেই। তদারকির অভাবে বর্তমানে স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রটি নিজেদের কাজে ব্যবহার করছেন। গবাদিপশুর খড়ের পালা দিয়েছেন তারা। ভেঙে পড়েছে ভবনগুলোর দেয়াল ও দরজা-জানালা। স্থানীয়রা বলেন, কয়েক বছর আগে থেকে এ হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে। এখন শুধু মাসে মাসে টিকা কার্যক্রম চলমান আছে। তারা আগে চিকিৎসা নিয়েছেন। এখন আর কেউ স্বাস্থ্যসেবা পান না। তাই সরকারের কাছে দাবি এ অঞ্চলের খেটে-খাওয়া মানুষের ২৪ ঘণ্টা চিকিৎসা দিতে নতুন ভবন নির্মাণ করে পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত আধুনিকায়ন করে সরকারিভাবে পরিচালনা করা হোক। ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রটি আশির দশকে স্থাপন করা হয়েছে। এটা নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ওপর মহলে কয়েকবার বলা হলেও কোনো কাজ হচ্ছে না। আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি বলেন, কয়েক বছর আগে থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এটা নেদারল্যান্ডসের অর্থায়নে চলতো। তাদের ওষুধসহ সবকিছু সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানে আর কেউ যান না। উপস্বাস্থ্য কেন্দ্রের কথা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটা প্রজেক্ট আসার কথা। তিনি আরও বলেন, যেহেতু আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে আছি তাই দেখভাল করার দায়িত্বটাও আমার। কিন্তু জনবল সংকটে পুরোপুরি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

 

সর্বশেষ খবর