বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল সেন্টারে কম খরচে সব সেবা

লালমনিরহাট প্রতিনিধি

ডিজিটাল সেন্টারে কম খরচে সব সেবা

লালমনিরহাটের ইউনিয়ন পরিষদগুলোর ডিজিটাল সেন্টারে খুব সহজেই সেবা পাচ্ছেন স্থানীয় জনগণ। জেলার প্রত্যন্ত হাট-বাজারে উদ্যোক্তারা গড়ে তুলেছেন এসব একসেবা ডিজিটাল সেন্টার। সেখানে ভোগান্তি ছাড়াই দৈনন্দিন নাগরিক সেবা পেয়ে খুশি মানুষ। সরকারের এটুআই প্রকল্পের সার্বিক সহযোগিতা ও পরামর্শে দেওয়া হচ্ছে এ ডিজিটাল সেবা। সরেজমিন দেখা যায়, চরাঞ্চলসহ দুর্গম এলাকায় নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছে একসেবা ডিজিটাল সেন্টার। ভোটার তালিকায় নাম সংশোধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্ম-মৃত্যু সনদ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম পূরণ, জমির খতিয়ান সংগ্রহ, পাসপোর্ট, ব্যাংকিংসহ নানা সেবা মিলছে এখানে। অল্প সময়ে, কম খরচে এসব সেবা পাওয়ায় দৈনন্দিন কাজকর্ম অনেক সহজ হয়েছে।  বুড়িমারী একসেবা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহিনুর ইসলাম বলেন, সরকারের এটুআই প্রকল্পের অধীনে আমরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বাজারে একসেবা কার্যক্রম চালু করি। একসেবা সেন্টারগুলো থেকে একদিকে যেমন নাগরিক সুবিধা নিশ্চিত হচ্ছে অপরদিকে বেকার সমস্যাও সমাধান হয়েছে। প্রতিটি সেন্টারে ৩-৪ যুবক কাজ করছেন। উদ্যোক্তা সায়হান সৈকত বলেন, একেকটি একসেবা ডিজিটাল সেন্টার থেকে প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক মানুষ প্রয়োজনীয় সেবা নিচ্ছেন। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, জেলার সব জনবহুল স্থানে একসেবা ডিজিটাল সেন্টার স্থাপনে জেলা প্রশাসন কাজ করছে।

 

 

সর্বশেষ খবর