বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

নেশা ও জুয়ার টাকা জোগাতে চুরি

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকায় নেশা ও জুয়ার টাকা জোগাতে বেড়েছে চুরি। হাঁস-মুরগি, ছাগল, মোবাইল, নগদ টাকা চুরি হচ্ছে দিন-দুপুরে ও মধ্যরাতে। গত সোমবার রাতে চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়ি থেকে কয়েকটি হাঁস-মুরগি চুরি হয়। নকল চাবি দিয়ে তালা খুলে এগুলো নিয়ে গেছে চোররা। সম্প্রতি একই মহল্লার অন্য একজনের বাড়ি থেকেও কয়েকটি মুরগি চুরি হয়। এ ছাড়া প্রায়ই বাড়ি থেকে চুরি হয় মোবাইল, টাকা ও ছাগল। এতদিন মাদকের ব্যবসা চললেও এলাকায় নতুন করে শুরু হয়েছে জুয়ার আসর। এক মাস ধরে চলছে চকসিংড়া ও শোলাকুড়া মহল্লার বিলে দুটি জুয়ার আসর। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে জুয়া খেলা। এতে নিঃস্ব হচ্ছে যুব সম্প্রদায়। বাড়ছে পারিবারিক কলহ ও দ্বন্দ্ব। সূত্র জানায়, সিংড়া পৌরসভার পেট্রোবাংলা, চকসিংড়া পূর্বপাড়া, চকসিংড়া কবরস্থান পাড়াসহ কিছু এলাকায় চলছে মাদক কেনাবেচা ও জুয়ার আসর। জুয়া ও মাদকের টাকা জোগাতে প্রায় বাড়িতেই দিনে ও রাতে সংঘটিত হচ্ছে চুরি। চকসিংড়া কবরস্থান পাড়ার ভুক্তভোগী আবুল কালাম আজাদ বলেন, জুয়া ও নেশার টাকা জোগাতে চুরি বেড়েছে। আমার ঘরের তালা নকল চাবি দিয়ে খুলে তিনটি হাঁস নিয়ে গেছে। একই মহল্লার হাসি বেগম বলেন, সম্প্রতি আমার বাড়ি থেকেও মুরগি চুরি হয়েছে। মাদক ও জুয়া বন্ধ না হলে চুরি-ছিনতাই বন্ধ হবে না। সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা মাদক নিয়ে কাজ করছি। মাদক ব্যবসা ও সেবন আগের চেয়ে অনেকাংশে কমেছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর