বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

ভিজিএফের ৩৪ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, রংপুর ও বগুড়া

ভিজিএফের ৩৪ বস্তা চাল জব্দ

বগুড়ায় জব্দ হওয়া চাল

রংপুর ও বগুড়ায় ভিজিএফের ৩৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিদিতর চৌকিদারপাড়ার মোকসেদ আলীর (৬০) বাড়ি থেকে ১৮ বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ ঘটনায় মোকসেদকে আটক করা হয়েছে। গতকাল এ তথ্য জানান গঙ্গাচড়ার ইউএনও নাহিদ তামান্না। জানা যায়, গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে অসচ্ছল পরিবারপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়। ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মার্জিয়া আক্তার ময়নার কাছে থাকা ১০০ কার্ড তিনি বিতরণ না করে নিজস্ব লোকজন দিয়ে চাল তুলে তার বাবা মোকসেদ আলীর বাড়িতে পাঠান। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা মোকসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে  প্রতি বস্তায় ২৫ কেজি করে ১৮ বস্তা চাল জব্দ করেন। এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার দুটি দোকান থেকে ১৪ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা অভিযান চালিয়ে এ  চাল জব্দ করেন। ঈদুল আজহা উপলক্ষে সান্তাহার পৌরসভায় সুবিধাভোগীদের ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় বিতরণ করা চাল পৌরসভা কার্যালয়ের পাশের নতুন বাজারে দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছিল।

 

সর্বশেষ খবর