বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

ব্যস্ততা নেই কামারদের

মানিকগঞ্জ প্রতিনিধি

ব্যস্ততা নেই কামারদের

মানিকগঞ্জের কামারদের হাতে কাজ নেই। ঈদুল আজহা ঘনিয়ে এলেও কাজের চাহিদা বাড়ছে না। লোহা, কয়লা ও শ্রমিকের দাম বেড়েছে কিন্তু বাড়েনি ছুরি, চাকু, দা-বঁটির দাম। লোকজন এসব পণ্য দোকান থেকে রেডিমেট কিনে নিচ্ছেন। ফলে কামাররা বেকার বসে থাকছেন। কামাররা সাধারণত পুরাতন ও ভবনের কাজ শেষে টুকরো নতুন রড কিনে ছুড়ি, চাকু, দা তৈরি করে বিক্রি করেন। ঈদুল আজহার সময় চাকু, বঁটি, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জামের চাহিদা বাড়ে কিন্তু কয়েক বছর ধরে কামারদের চাহিদা কমে যাচ্ছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সাইফুল ইসলাম ঠান্ডু ও রঞ্জিত বলেন, বহুদিন ধরে আমরা এ পেশার সঙ্গে জড়িত। আগে লোকজন মাল অর্ডার দিয়ে কয়েক দিন পর আসত নেওয়ার জন্য। কাজের চাপে সময়মতো মাল ডেলিভারি দিতে পারতাম না। তারা আরও জানান, কম দামে রেডিমেট পণ্য পাওয়ার কারণে তাদের চাহিদা কমেছে। বর্তমানে দোকানে কোনো অর্ডার নেই। ঈদের সময় বিক্রির আশায় জিনিসপত্র তৈরি করে রাখছেন। তারা জানান, তৈরি করা এসব পণ্য সাধারণ কেজি দরে বিক্রি হয়। প্রকারভেদে প্রতি কেজির দাম পড়ে ৬০০ থেকে ৮০০ টাকা। বড় বড় কোম্পানি এসব পণ্য তৈরি ও বিক্রি করায় আমাদের এ অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর