শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

উত্তরাঞ্চলে ঈদ স্পেশাল ট্রেন চলবে কাল থেকে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

উত্তরাঞ্চলে ঈদ স্পেশাল ট্রেন চলবে কাল থেকে

ঈদ সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১০০টি কোচ মেরামত করা হয়েছে। এসব কোচের ৩০টি দিয়ে উত্তরাঞ্চলে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে পশ্চিমাঞ্চল রেলওয়ে। বাকি ৭০টি কোচ আন্তনগর ট্রেনগুলোয় বাড়তি হিসেবে সংযুক্ত করা হবে। ঈদ স্পেশাল ট্রেন আগামীকাল থেকে পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলাচল করবে। স্পেশাল ট্রেন চলবে ৫ জুলাই পর্যন্ত। এতে ঘরমুখো মানুষ যাতায়াতে কিছুটা হলেও সুবিধা পাবেন। পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ জানান, ট্রেন দুটি ২৪ জুন সকাল ৬টা ২৫ মিনিটে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে বিকাল ৪টা ৩০ মিনিটে পৌঁছাবে। ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবে। একই দিন লালমনিরহাট স্টেশন থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে পর দিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে। একইভাবে ট্রেনটি ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাবে।

সর্বশেষ খবর