শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

নির্মাণাধীন ভবন ধসে ১০ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

নির্মাণাধীন ভবন ধসে ১০ শ্রমিক আহত

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাই চলাকালে ধসে পড়ে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঢালাই কাজের শেষ পর্যায়ে হঠাৎ ছাদটি ধসে পড়ে। আহত শ্রমিকরা হলেন- তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, খোকন মোল্যা, মোমিনুর রহমান, আকিদুল ইসলাম, শিমুল হাসান, আবদুল হাই, ইলিয়াস হোসেন, ইমান আলী ও জিয়ারুল ইসলাম। জানা যায়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার আওতায় যশোর বিদ্যুৎ উপকেন্দ্রের এ ভবন তৈরি হচ্ছিল। নির্মাণকাজ করছে ঢাকার আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। শ্রমিকরা জানান, গতকাল নির্মাণাধীন ভবনের ছাদের একটি অংশের ঢালাইয়ের কাজ চলছি। ঢালাইয়ের শেষ পর্যায়ে হঠাৎ ছাদ ধসে পড়ে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার কার্যক্রম চালায়। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ভবন ধসে পড়ার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার কার্যক্রম চালায়। তারা আহত ১০ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওজোপাডিকো যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন জানান, তিনি নির্মাণাধীন ভবন ধসের খবর পেয়ে খোঁজ খবর নিচ্ছেন। এটি ওজোপাডিকো ঝিনাইদহের প্রজেক্টের কাজ। তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ খবর