শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, গরমে দুর্ভোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, গরমে দুর্ভোগ

ঈদ সামনে রেখে সড়কে অতিরিক্ত যানবাহন চলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে। তীব্র গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঢাকা থেকে ঈদের ছুটিতে কুমিল্লায় যাচ্ছেন আশরাফুল আলম। তিনি বলেন, ঢাকা থেকে সকাল ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে বাসে উঠেছেন। সকাল ১০টায় দাড়িকান্দি এলাকায় এসে যানজটে আটকা পড়েছেন। দুপুর ১২টায় তারা মেঘনা টোলপ্লাজা পৌঁছেছেন। অথচ অন্যান্য সময় ঢাকা থেকে মেঘনা যেতে ৪০ মিনিট লাগে।

ট্রাকচালক সেলিম হক বলেন, প্রচ- গরমের মধ্যে যানজটে আটকে থাকা খুব কষ্টদায়ক। হাইওয়ে পুলিশ থানার টিআই ইব্রাহীম বলেন, ঈদে ঘরমুখো মানুষের কারণে সড়কে যানবাহনের চাপ বেশি। যানজট নিয়ন্ত্রণ করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

সর্বশেষ খবর