শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

দিনাজপুর প্রতিনিধি

বসুন্ধরার সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

দিনাজপুরের বিরামপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে যাত্রা শুরু করেছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের সহায়তায় সেই কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নারীদের। প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে বসুন্ধরার পক্ষ থেকে গতকাল তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। বিরামপুরের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সেলাই প্রশিক্ষণ নিয়ে এ নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং সয়হতা করতে পারবেন পরিবারকে। এমন কাজের জন্য বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান প্রশিক্ষণ নেওয়া নারীরা। গতকাল বিরামপুর উপজেলার কাটলা মেধা বিকাশ স্কুল কেন্দ্রে সেলাই প্রশিক্ষণ শেষে ১৫ জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরেণ্য কথাসাহিত্যিক ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি কাজ করে যাবে। অন্য বক্তারা বলেন, বসুন্ধরা একটি মহৎ উদ্যোগ নিয়েছে। এভাবে সব প্রতিষ্ঠান এগিয়ে এলে দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাউল ও দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক প্রমুখ।

 

সর্বশেষ খবর