শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ঘাটতি পূরণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ

মাগুরা প্রতিনিধি

ঘাটতি পূরণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ

মৎস্য উৎপাদনে ঘাটতির জেলা মাগুরা। এ জেলায় প্রায় ২ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে স্থানীয় অনেক চাষি গতানুগতিক চাষের বদলে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। শালিখা উপাজেলার তালখড়ি গ্রামের সাজিদুল ইসলাম টুটুল তাদের মধ্যে অন্যতম। তার দেখাদেখি ওই এলাকার অনেকেই আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি মাছের ঘটতি পূরণেও কাজ করে যাচ্ছেন। তাদেরকে মৎস্য বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ-এডিআইয়ের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ সার্বিক সহযোগিতা করেছেন। মৎস্য চাষি টুটুলসহ অন্যরা জানান, আগে গতানুগতিক পদ্ধতিতে আমরা মাছ চাষ করতাম। এডিআই আমাদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা করেছেন। আগে অনেক ছোট ছোট মাছের পোনা পুকুর ও ঘেরে ছাড়া হতো। যা বড় হতে অনেক সময় লাগতো। আমাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতো কিন্তু কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারছিলাম না। এডিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের আধুনিক পদ্ধতির মাছ চাষ শিখিয়েছেন। আমার দেড় একরের একটি পুকুরে এক বছরে ৪ থেকে ৫ কেজি সাইজের বড় মাছ হয়। যা বিক্রি করে আমি ৪ লাখ টাকার উপরে লাভ করতে পেরেছি। এখন নিজেরা মাছ চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি মাছের ঘাটতি পূরণে অবদান রাখতে পারছি এ জন্য ভালো লাগে। শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুদীপ বিশ্বাস জানান, মাগুরায় মাছের চাহিদা প্রায় ২১ হাজার মেট্রিক টন। উৎপাদন ১৮ হাজার মেট্রিক টনের একটু বেশি। মাগুরা মৎস্য বিভাগ এই ঘাটতি মেটাতে স্থানীয় মৎস্য চাষিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

 

সর্বশেষ খবর