শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএডিসির পাটবীজে কপাল পুড়ল চাষির

মেহেরপুর প্রতিনিধি

বিএডিসির পাটবীজ বপন করে কপাল পুড়েছে মেহেরপুরের চাষিদের। চলতি মৌসুমে কৃষিবিভাগ থেকে জেলার তিনটি উপজেলায় ১২ হাজার কৃষককে প্রণোদনা হিসেবে ১ কেজি করে পাটবীজ দেওয়া হয়। বিএডিসির এ বীজ বপনের পর চারা গজালেও মাস খানেক পর গাছে ফুল ও ফল ধরে। পাট খেত আর বেড়ে উঠছে না। চাষিদের অভিযোগ, পাট খেতের এ সমস্যা সমাধানে স্থানীয় কৃষিবিভাগ কোনো পরামর্শ দিচ্ছে না। বিএডিসি কর্তৃপক্ষ বলছে, বৈরী আবহাওয়ার কারণে এমন হয়েছে। কৃষিবিভাগ বলছে তাদের দফতরে এমন কোনো তথ্য নেই। স্থানীয় চাষিরা জানান, জমি তৈরি থেকে এ পর্যন্ত প্রতি বিঘায় ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়েছে। সার ও কীটনাশক দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। বিএডিসির বাইরে যারা ভারতীয় বিজ কিনে লাগিয়েছে তাদের পাট ভালো হয়েছে। কুষ্টিয়া বিএডিসির উপপরিচালক আবদুর রহমান বলেন, আবহাওয়ার কারণে পাট খেতে সমস্যা হয়েছে। ভারতীয় বীজে কেন সমস্যা হয়নি এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মেহেরপুর কৃষি সম্প্রসরণ বিভাগের উপপরিচালক শংকর কুমার বলেন, বৈরী আবহাওয়ার কারণে এমন হয়েছে। বেশি বৃষ্টি হলে সমস্যা সমাধান হবে।

 

সর্বশেষ খবর