শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

মাদক-জুয়া বন্ধের দাবি এলাকাবাসীর

নাটোর প্রতিনিধি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ স্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় জুয়া ও মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিচার ও চুরি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সিংড়া-কলম আঞ্চলিক সড়কের চকসিংড়া মোড়ে গতকাল এ মানববন্ধন করা হয়। আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য দেন ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম, আবদুল মন্নাফ, মাহমুদুর রহমান।

বক্তারা বলেন, সম্প্রতি চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়ি থেকে কয়েকটি হাঁস ও মুরগি চুরি হয়েছে। নকল চাবি দিয়ে তালা খুলে চোররা হাঁস নিয়ে যায়। একই মহল্লার অন্য একজনের বাড়ি থেকে কয়েকটি মুরগি চুরি হয়। এ ছাড়া প্রায়ই বাড়ি ও দোকান থেকে মোবাইল, টাকা ও ছাগল চুরি হচ্ছে। তারা চোরের হাত থেকে বাঁচতে এলাকায় মাদক ও জুয়ার আসর বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ খবর