শনিবার, ২৪ জুন, ২০২৩ ০০:০০ টা

কুকুরের কামড়ে আহত ৩২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

কুকুরের কামড়ে আহত ৩২

ভাঙ্গায় কুকুরের কামড়ে ৩২ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। একই দিন বিড়ালের কামড়ে আহত হয়েছেন দুজন। তাদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুর-বিড়ালের কামড়ে আহত এসব ব্যক্তি বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসা নিতে এসেছেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, সবাইকে আমরা হাসপাতাল থেকে ইনজেকশন দিয়েছি। প্রথম ডোজের তিন দিন পর দ্বিতীয় ডোজ এবং সাত দিন পর তৃতীয় ডোজ হাসপাতালে এসে নিতে বলা হয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিমউদ্দিন বলেন, বিষয়টি আতঙ্কের। বর্তমানে কুকুর মারার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। জনগণকে সচেতন থাকতে হবে। পাশাপাশি কুকুরকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর