শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বসুন্ধরার ‘শুভসংঘ স্কুল’

দিনাজপুর প্রতিনিধি

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বসুন্ধরার ‘শুভসংঘ স্কুল’

স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা -বাংলাদেশ প্রতিদিন

সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দিনাজপুরের বীরগঞ্জে চালু হয়েছে ‘শুভসংঘ স্কুল’। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালের কণ্ঠ শুভসংঘের ব্যবস্থাপনায় উপজেলার মাকড়াইয়ে গতকাল বিকালে স্কুলটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল এবং বরেণ্য কথাসাহিত্যিক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন বলেন, ‘এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, ২০৪১ সালের মধ্যে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। মিনি মুরমুসহ কয়েকজন অভিভাবক জানান, কাছাকাছি স্কুল হওয়ায় এলাকার সবাই খুশি। শুভসংঘকে ধন্যবাদ। রিতা হেমরম বলেন, স্কুল পেয়ে অনেক খুশি। আমাদের আর দূরে যেতে হবে না। শিশুরা এখানে সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে। উল্লেখ্য, শুভসংঘ স্কুলের অধিকাংশ শিশুই সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের। তাদের বিনামূল্যে পাঠদান, পোশাক, বই, খাতা, কলম দেওয়া হবে। এ স্কুলে শিক্ষার্থী রয়েছে ১৪০ জন।

সর্বশেষ খবর