শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার

কুমিল্লার তিতাস উপজেলায় তিতাস নদের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ। যে কোনা সময় দুর্ঘটনা ঘটতে পারে জেনেও প্রায় দুই যুগ ধরে নদের দুই পাশের চার গ্রামের মানুষ প্রতিদিন এ সেতু পার হয়ে প্রয়োজনীয় কাজ সারছেন। দীর্ঘদিন ধরে বিজ্রটি পুনর্নির্মাণ বা সংস্কার করার জন্য দাবি জানালেও কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়েছে বলে কোনো সতর্কবার্তাও আশপাশে ঝুলানো হয়নি। এলাকাবাসী জানান, ১৯৭৭ সালে কড়িকান্দি, বন্দরামপুর, ইউসুফপুর, চরেরগাঁও ও নয়াকান্দি এ পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে এ নদের ওপর সেতুটি নির্মিত হয়। প্রায় দুই যুগ ধরে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। সেতুর ঢালাই পড়ে যাওয়ায় রডের ওপর কাঠ দিয়ে পাটাতন তৈরি করে পারাপার হচ্ছেন স্থানীয়রা। পিলারের খোয়া ঝরে আগলা হয়ে গেছে রড। সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়েছে অনেক আগেই। রেলিংয়ের রড চুরি হয়ে গেছে। দুই পাশে মাটি না থাকায় একপাশে বাঁশের সিঁড়ি ও অন্যপ্রান্তে মাটির বস্তা বেয়ে উঠতে হয় ব্রিজে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, বন্দরামপুর-ইউসুফপুর, চরেরগাঁও-নয়াকান্দি ও কড়িকান্দি-বন্দরামপুরের সংযোগ সেতুগুলো নির্মাণের বিষয়ে তিতাস উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ওই ব্রিজটি নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, এ ব্রিজের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার পরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

সর্বশেষ খবর