রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

১০ কেজির পরিবর্তে দেওয়া হচ্ছে ৮ কেজি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজির পরিবর্তে দেওয়া হচ্ছে ৭ কেজি ৭৩০ গ্রাম থেকে সাড়ে ৮ কেজি চাল। পরিমাণে কম দেওয়ায় উপকারভোগীরা অসন্তুষ্ট হলেও চেয়ারম্যানের দাপটে মেনে নিতে বাধ্য হচ্ছেন। সরেজমিনে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন, মহিনন্দ, লতিবাবাদ ও রশিদাবাদ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ট্যাগ কর্মকর্তার অনুপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে। ডিজিটাল মেশিনে বা কাটাতে ওজন করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে বালতিতে। কয়েক জনের চাল ডিজিটাল মেশিনে মেপে দুই থেকে আড়াই কেজি কম পাওয়া গেছে। মাইজখাপন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউপি সচিব রেজাউল করিমের উপস্থিতিতে প্লাস্টিকের বালতিতে চাল মেপে দিচ্ছেন গ্রাম পুলিশ সুলতান আহমেদ। তাকে সহযোগিতা করছেন চেয়ারম্যানের কর্মী ফুল মিয়া। ওজনে কম দেওয়া প্রশ্নে তিনি বলেন, এ কথা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন। মহিনন্দ ইউনিয়নে গিয়ে দেখা যায়, পরিষদের একটি কক্ষে কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে বালতিতে চাল দিচ্ছেন চেয়ারম্যান লিয়াকত আলী। ওজনে কম দেওয়া প্রশ্নে বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে কম দিচ্ছি না। হয়ত দুই-একটাতে সমস্যা হতে পারে। লতিবাবাদ ইউনিয়ন পরিষদেও দেখা যায় একই চিত্র। চেয়ারম্যান একটি কক্ষে ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে প্লাস্টিকের বালতিতে করে চাল বিতরণ করছেন। কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর