রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

হবিগঞ্জে বেড়েছে গরু চুরি

হবিগঞ্জ প্রতিনিধি

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে হবিগঞ্জে বেড়েছে গরু-ছাগল চুরি। প্রতিদিন জেলার কোনো না কোনো স্থানে গরু-ছাগল চুরির ঘটনা ঘটছে। অতি সম্প্রতি বাহুবল উপজেলার নতুন বাজার থেকে সিএনজি অটোরিকশায় অভিনব কায়দায় ছাগল চুরির সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এ ছাড়া আজমিরীগঞ্জ, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ জুন সদর উপজেলার রিচি ঈশান কোনা গ্রামের একটি গোয়াল ঘর থেকে তিনটি গরু নিয়ে যায় চোরেরা। গরুর মালিক বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে গরু উদ্ধারে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। শহরের মোহনপুর থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া তিনটি গরু। এ সময় আটক করা হয় একজনকে। এ ছাড়া চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে গরু চুরির হিড়িক পড়েছে। প্রতিদিন কোনো না কোনো গোয়ালঘর থেকে রাতে গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। কিছু মালিক থানায় জানালেও অনেকেই পুলিশের কাছে যাচ্ছেন না। চুরি হওয়া গরুর মালিকরা বলছেন, কোরবানির ঈদ সামনে এলে চোরেরা বেপরোয়া হয়ে যায়। রাত জেগে পাহারা দিতে হয় গোয়ালঘর।

দিনেও বাগান থেকে গরু চুরি হচ্ছে। শুধু হবিগঞ্জ সদর উপজেলা ও চুনারুঘাটই নয়, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাইসহ বিভিন্ন উপজেলায় গরু চুরির ঘটনা ঘটছে। হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, তিনটি গরু উদ্ধারের পর সেগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শুধু গরু চুরিই নয়, মাদক, জুয়াসহ যে কোনো অপরাধীদের ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর