রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

সড়কের সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় দুই পাশে ১ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ভানুগাছ সড়কের প্রায় ৪ কিলোমিটারের দুই পাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও সোনালু গাছের চারা লাগানো হয়। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সড়কের বিটিআরআই প্রবেশ মুখের সামনে থেকে লাউয়াছড়ার প্রবেশ মুখ পর্যন্ত এই চারা রোপণ করেন। প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি। ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। ইউএনও বলেন, এই চারাগুলো বড় হয়ে যখন ফুল ফুটবে তখন সড়ক অনেক সুন্দর হয়ে উঠবে। আমরা প্রতিটি গাছে নম্বর দিয়েছি এবং সবার কাছে একটি করে টোকেন দিয়েছি। টোকেন অনুযায়ী যিনি যে গাছটি লাগিয়েছেন সেটি পরিচর্যার দায়িত্ব তার।

সর্বশেষ খবর