রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য পরিবর্তন হয় : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশে এতো উন্নয়ন হতো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। শেখ হাসিনা সব সময় জনগণের কল্যাণে কাজ করেন। তিনি যখনই ক্ষমতায় আসেন তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। দেশের উন্নয়ন হয়। শশরা, আউলিয়াপুর ও শংকরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিন ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে গতকাল ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় হুইপ এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন, উপসচিব মোরারজি দেশাই, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, ইউএনও রমিজ আলম প্রমুখ।

সর্বশেষ খবর