শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

১০ দফা দাবিতে নাগরিক অবস্থান

ময়মনসিংহ প্রতিনিধি

ডুয়েল গেজ রেললাইন নির্মাণসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহে নাগরিক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে গতকাল দুপুরে ‘দাঁড়াব বুক টান করে’ এই স্লোগানে কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের নেতারাসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ। বক্তব্য রাখেন, জেলা নাগরিক আন্দোলন সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সুজনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিবির আহমেদ লিটন, জেলা নাগরিক আন্দোলন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া প্রমুখ। অন্য দাবির মধ্যে রয়েছে- সকাল-বিকাল ঢাকা থেকে ময়মনসিংহ দুই জোড়া আন্তনগর ট্রেন চালু, বাসাবাড়িতে বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু, সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন, নগরী যানজট মুক্ত করা, ৩ হাজার শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু, শহরের প্রাণকেন্দ্র থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর।

সর্বশেষ খবর