শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় দুই দফা পেছাল

মেডিকেল রিপোর্ট নিয়ে প্রতারণা

নাটোর প্রতিনিধি

দুই দফা পেছানো হয়েছে নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুইটি রানির অনিয়মের তদন্ত প্রতিবেদন দেওয়ার সময়সীমা। ১ জুন তদন্ত কার্যক্রম শুরু করে কমিটি। ১৩ জুন প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও দুই দফায় সময় বাড়ানো হয়েছে। অভিযোগ উঠেছে, সুইটি রানি তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করতে প্রভাবশালীদের মাধ্যমে অপতৎপরতা শুরু করেছেন। জানা যায়, নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাতৃত্বকালীন ভাতা কার্ডের জন্য মেডিকেল রিপোর্ট আনতে গিয়ে প্রতারণার শিকার হন শতাধিক সন্তানসম্ভাবা। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন সুইটি রানি। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি কাউকে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পাঠাননি। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাহফুজা খানম জানান, ভুক্তভোগীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১৩ জুন প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। কমিটির আহ্বায়ক অসুস্থতার কথা বলে দুই দফা সময় বাড়িয়ে নিয়েছেন। তদন্ত কমিটির আহ্বায়ক আবদুর রউফ মল্লিক জানান, সবশেষ ২৬ জুন প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। এ তারিখের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্তে প্রভাব বিস্তারের কথা অস্বীকার করেন তিনি।

 

সর্বশেষ খবর