রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

রূপগঞ্জে সাত মামলার আসামি সহযোগীসহ গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধুখালী ও পূর্বাচল নতুন শহর এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদককারবারি রাকিবুল হাসান মিঠু তার সহযোগী সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ৩টার দিকে মধুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাকিব হাসান মিঠু মধুখালী খালপাড় এলাকার বাসিন্দা। ও সহযোগী সজীব কাঞ্চন পৌরসভার কেন্দুয়া জাইল্লাপাড়ার আশ্রব আলীর ছেলে। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত রাকিবুল হাসান মিঠুর সম্প্রতি মধুখালী এলাকার আবদুস সামাদ মিয়ার ছেলে মোশাররফদের জমি জোরপূর্বক দখল চেষ্টা করে। এ সময় তাকে বাধা দিলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় মারধর করে আহত করে মিঠু ও তার লোকজন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালায়।

পরে তার সহযোগী সজীবসহ পূর্বাচলের সমু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। থানার রেকর্ড যাচাই করে জানা যায়, মিঠুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আটক হয়। সে ঘটনায় মামলা হলে তা আদালতে চলমান। এ ছাড়া বিভিন্ন সময় মাদক কারবার, চাঁদাবাজি করা, অন্যের জমি দখল করে দেওয়াসহ নানা অপরাধমূলক কাজ করে আসছে সে। এসব ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা পৃথক পৃথক মামলা করলে তা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।  মধুখালীর বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মিঠুর দাবিকৃত চাঁদা না দিলেই দলবল নিয়ে দেশি অস্ত্র দিয়ে হামলা করে। আমাদেরও জমি দখলের চেষ্টা করে সে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। তার নিয়ন্ত্রণে মাদক কারবারসহ কিশোর গ্যাং পরিচালনা করা হয়। ওই কিশোরদের ব্যবহার করে নানা অপরাধ করায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

সর্বশেষ খবর