শিরোনাম
সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

দিনাজপুর প্রতিনিধি

নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

দিনাজপুরের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করে তাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীর হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। শহরের খোদমাধবপুর মিস্ত্রিপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই প্রশিক্ষণার্থী ১৫ জন নারীকে গতকাল সেলাই মেশিন তুলে দেন এমপি মনোরঞ্জনশীল গোপাল এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ সরকারের পাশে থেকে অসচ্ছল নারী, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রত্যন্ত অঞ্চলে শুভসংঘ স্কুল নির্মাণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করছে। সমাজে অনেক অবহেলিত, স্বামী পরিত্যক্তা নারী রয়েছেন। এর মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন ছাড়াও কাপড় সেলাই করে বাড়তি আয়ের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ প্রতি মাসে ৩ হাজার শিক্ষার্থীকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি দেয়। সারা দেশে ১০০টি শুভসংঘ স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ইতোমধ্যেই ১০টি শুভসংঘ স্কুল নির্মাণ করা হয়েছে।

সর্বশেষ খবর