মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

ঈদে হিলি স্থলবন্দরে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আজ থেকে টানা ছয় দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বন্দরের ব্যবসায়ীরা। সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভিতরের সব কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আগামী ২৯ জুন বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথভাবে উৎসবটি পালন উপলক্ষে বন্দরের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীরা এক বৈঠকের মাধ্যমে বন্দর দিয়ে টানা ছয় দিন দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনো বন্ধ বা ছুটি নেই।

সেই সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রবিবার পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সোমবার থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। ইতোমধ্যেই এক চিঠির মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে জানানো হয়েছে। সেই সঙ্গে হিলি শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ব্যবসায়ীরা ছয় দিন বন্ধ ঘোষণা করলেও ঈদুল আজহা উপলক্ষে সরকারি যে ছুটি ঘোষণা করা হয়েছে সেই ছুটি ব্যতীত বন্দরের ভিতরের সব কার্যক্রম চালু থাকবে। এ সময় বন্দরে আটকে থাকা পণ্য চাইলে খালাস করে নিতে পারবেন ব্যবসায়ীরা। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনো বন্ধ বা ছুটি নেই। ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত বাংলাদেশের মাঝে পাসপোর্টের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

সর্বশেষ খবর