মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলার জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দিতে হত্যা মামলার জেরে আসামি ও তাদের নিকটাত্মীয়দের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা এ সময় ওই গ্রামের মোয়াজ্জম হোসেন প্রবাসী লতিফ, আলাল, কামরুল ও সাইফুল মেম্বারের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। হামলা ও লুটপাটের অভিযোগে ২১ জুন মোয়াজ্জম হোসেন বাদী হয়ে তিতাস থানায় মামলা করেন। মানিককান্দি গ্রামের যুবলীগ নেতা জহির হত্যাকান্ডের পর আসামি ও তার নিকটাত্মীদের বাড়িতে দফায় দফায় হামলার কারণে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি।

সরেজমিন পরিদর্শনে গেলে শিশু ও মহিলা ছাড়া বয়স্ক কোনো পুরুষের দেখা মেলেনি। নারী ও বাচ্চাদের চোখে অজানা আতঙ্ক বিরাজ করছে। মামলার বাদী মোয়াজ্জম হোসেন তার বাড়িসহ আশপাশের বাড়িতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা গণমাধ্যমের কাছে অবহিত করেন। হামলায় ক্ষতিগ্রস্ত আরেক প্রবাসী লতিফ বলেন, আমি প্রবাসী তারপরও আমার বাড়িঘরে হামলা করেছে। হামলা প্রসঙ্গে নিহত জহিরের বাবা আবু মোল্লা বলেন, আমার পরিবার ছেলের শোকে আছে, আমরা কারও বাড়িতে হামলা করিনি এবং আমার লোকজন ঘটনার সঙ্গে জড়িত নয়। কয়েক দফা হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিতাস থানা পুলিশের এসআই মাজহারুল ওই গ্রামের নুর মিয়ার ছেলে ইয়াসিনকে গ্রেফতার করেছে। তিতাস থানার অফিসার ইনচার্জ সুদির বাবু বলেছেন, মানিককান্দি গ্রামে জহির হত্যা মামলার চার্জশিট কিছু দিনের মধ্যেই আদালতে প্রেরণ করা হবে। হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

সর্বশেষ খবর