মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পানিতে ডুবে মাদরাসার দুই ছাত্রী নিহত

আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রী নিহত হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার কালাপাহারিয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন হাজিরটেক গ্রামের হাবিবা আক্তার (৮) ও হুমাইরা (৭)। এরা দুজনই হাজিরটেক কওমি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, দুই শিশু শিক্ষার্থী মাদরাসা ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় মাদরাসার পাশের নদীতেই তারা গোসল করতে নামে। গোসল করতে নেমে হুমাইরা পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুজনই পানিতে ডুবে যায়। এতে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে।

দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। এক বাড়িতে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর