বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার শাড়ি পেলেন ২০০০ অসহায় নারী

কক্সবাজার প্রতিনিধি

বসুন্ধরার শাড়ি পেলেন ২০০০ অসহায় নারী

কক্সবাজার সদরের খুরুশকূলে ২ হাজার অসহায়-দুস্থ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে গতকাল সকালে এ শাড়ি বিতরণ করা হয়। অসহায় নারীরা শাড়ি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের জন্য দোয়া করেন।

খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠে শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী, কালের কণ্ঠ বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ প্রমুখ। উপকারভোগী মহিলারা বলেন, ‘করোনার সময়েও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে ছিল। তখন আমরা চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজসহ অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। অভাবের সময় এসব আমাদের অনেক উপকারে এসেছে। সব সময় সাহায্য করার জন্য আমরা নামাজ পড়ে বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের জন্য দোয়া করি।’ মনোপাড়ার ছেমন নাহার বেগম বলেন, ‘দাম বেশি হওয়ায় এবার ঈদে কাপড় চোপড় কিনতে পারিনি। ভেবেছিলাম নতুন কাপড় পরে ঈদ করা সম্ভব হবে না। বসুন্ধরার শাড়ি পেয়ে খুব ভালো লাগছে।’ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন, ‘বসুন্ধরা গ্রুপ এর আগেও আমার উপজেলার গরিব, অসহায় দুস্থদের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। এবার ঈদেও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দুঃসময়ে অন্যরা যা করেনি বসুন্ধরা গ্রুপ তা করেছে। এটি অত্যন্ত মহৎ কাজ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’ খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী বলেন, ‘আমার ইউনিয়নের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানাই। তাদের এমন মহৎ কর্মকাণ্ড সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

সর্বশেষ খবর