বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

বিশ্বনাথে দাম চড়া

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই ঘনিয়ে আসছে হাটে ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। হটে হাটে উঠেছে পর্যাপ্ত সংখ্যক দেশি-বিদেশি বিভিন্ন সাইজের গরু-ছাগল। বাড়ছে পশু বেচাকেনা। তবে গত বছরের তুলনায় দাম একটু বেশি। ক্রেতাদের চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুতে। ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। এবার বড় গরু বিক্রি হচ্ছে তুলনামূলক কম। এবার ঈদুল আজহা উপলক্ষে চারটি স্থায়ী হাটের পাশাপাশি আরও চারটি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। স্থায়ী হাট উপজেলার পীরের বাজার, লামাকাজি, বৈরাগী বাজার, বিশ্বনাথ পুরান বাজারের পাশাপাশি অস্থায়ী হাট বসেছে সিংগেরকাছ বাজার, রামপাশা নয়াবাজার, রমনগঞ্জ (প্রীতিগঞ্জ) বাজার ও খাজাঞ্চি স্টেশন বাজারে। হাট ঘুরে দেখা গেছে, ছোট-বড়, মাঝারি বিভিন্ন অকারের অসংখ্য গরু উঠেছে এসব হাটে। সেই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা। কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছেন সাধ্যের মধ্যে পছন্দের পশুটি কিনতে। হাটে হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন দামের কোরবানির পশু। বেশিরভাগ এবার ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের স্বাস্থ্যবান গরু। দাম একটু বেশি হলেও পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। হাটে একেকটি ছোট গরুর দাম হাঁকা হচ্ছে ৬০-৭০ হাজার টাকা, মধ্যম আকারের ষাঁড়ের দাম ৮০-৯০ হাজার টাকা। গত বছরের তুলনায় ১০-১২ হাজার টাকা বেশি। গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

গরু বিক্রেতারা জানান, ৬০ থেকে ৮০ হাজার টাকা-এই বাজেটে কোরবানির পশুর চাহিদা বেশি। এ দামের গরুর দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। বড় আকারের গরুর ক্রেতা কম থাকায় দুশ্চিন্তায় বিক্রেতারা। তবে এ বছর দেশে ভারতীয় গরুর আমদানি অপ্রতুল হওয়ায় দেশি গরুর ভালো দাম পাচ্ছেন ব্যাপারিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর