বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

মোবাইল ফোনে কথা বলতে বলতে বাসচাপায় নিহত

নাটোর প্রতিনিধি

মোটরসাইকেল চালানো অবস্থায় কানে মোবাইল ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সার ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার (৫৫)। এ সময় পিছন থেকে একটি দ্রুতগামী বাস চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গতকাল সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের আহেমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন একই উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআইসি সারের একজন ডিলার ছিলেন। ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, কানের সঙ্গে মোবাইল ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তাকে চাপা দেয় অজ্ঞাত একটি যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অজ্ঞাত যানটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা করছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ খবর