বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

‘হেফাজতে মৃত্যু নিবারণ’ আইনে যশোর আদালতে প্রথম মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘হেফাজতে মৃত্যু নিবারণ’ আইনে যশোর আদালতে প্রথম মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অভিজিৎ সিংহ, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, ফরিদপুরের সদরপুর গ্রামের রোকনুদ্দিন শরীফের ছেলে সরওয়ার শরীফকে। বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের আবদুল হাই গত সেমাবার মামলাটি করেন। বিচারক অবন্তিকা রায় মামলার অভিযোগের বিষয়ে নির্যাতনের চিহ্ন উল্লেখসহ তদন্ত প্রতিবেদন দাখিল ও পুলিশ সুপারকে মামলা গ্রহণ করে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মীর্জা সাহেদ আলী চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে মিথ্যা তথ্য দিয়ে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে হেফাজতে মৃত্যু নিশ্চিত এবং টাকা আদায়ের জন্য অপকৌশল অবলম্বন করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়ে নেন।

সর্বশেষ খবর