বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

টানা ছুটির কবলে বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি

ঈদুল আজহার টানা ছুটির কবলে বন্ধ হয়ে গেল বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য। গতকাল থেকে আগামী শনিবার অর্থাৎ ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সব ধরনের যোগাযোগ। দীর্ঘ এ সময়ে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করবে না কিংবা ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানি হবে না। দুই দেশের কার্গো শাখা গতকালই সন্ধ্যার পর বন্ধ হয়ে গেছে। ভারতের পেট্রাপোল বন্দরে কর্মরত কাস্টমস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, কোরবানি ঈদ এবং সরকারি ছুটি থাকায় মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহ জানান, ২৬ জুন অফিসের কার্যক্রম শেষ হয়ে গেছে। গতকাল থেকে আগামী ১ জুলাই অফিস বন্ধ থাকবে।

ফলে এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ২ জুলাই থেকে স্বাভাবিক নিয়মে কাজ চলবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

সর্বশেষ খবর