শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

গোলাম কিবরিয়া সেতু খুলছে আজ

কুষ্টিয়া প্রতিনিধি

অবশেষে কুষ্টিয়াসহ তিন জেলার মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্নের গোলাম কিবরিয়া সেতু আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পর হলেও কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপরে পৌরসভার তেবাড়িয়া-যদুবয়রা লালনবাজার পয়েন্টে নির্মিত এই সেতুর নামকরণ করা হয়েছে সাবেক জাতীয় পরিষদ সদস্য ও এমপি শহীদ গোলাম কিবরিয়ার নামে। ইতোমধ্যেই ৬৫০ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজের অগ্রগতিও প্রায় ৯৭ শতাংশ। ইতোমধ্যেই সেতুটিকে ঘিরে কৃষক, ব্যবসায়ী, তাঁতি, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন। দুই পাড়ের বাসিন্দাদের মেলবন্ধনসহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ও জীবনযাত্রার মানোন্নয়নের স্বপ্ন দেখছেন তারা।

সর্বশেষ খবর