শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

মহাসড়কে যানজট নিরসনে অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঈদে ঘরেফেরা মানুষকে স্বস্তিতে বাড়ি ফেরাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে আশুগঞ্জ রেলগেট এলাকায় মহাসড়কে ট্রাক ও বাস দাঁড় করিয়ে রেখে যানজট সৃষ্টি করায় বিভিন্ন পরিবহন চালকদের এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এ সময় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, ট্রাফিক পরিদর্শক অচ্যুত। রেলগেট ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর, সোনারমপুরসহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে কাজ করেন। আইন ভঙ্গ করে যারা যানজট সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেট এলাকায় প্রতিনিয়তই এ স্থানে লেগে থাকত বাস, সিএনজি, ট্রাক, প্রাইভেটকার, রিক্সাসহ নানা যানবাহনের যানজট। দীর্ঘ সময় আটকে থাকতে হতো এ যানজটে। এটাই ছিল এলাকার নিত্যদিনের চিত্র। কিন্তু গত দুদিন ধরে সেই যানজটের চিত্র এখন চোখে পড়ছে না। নেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনের জটলা। এর ফলে রেলগেট এবং ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বিভিন্ন এলাকা যানজটমুক্ত রয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ অনেকটাই স্বস্তিতে যাতায়াত করছে পারছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী শ্যামল চন্দ্র বসাক জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বিভিন্ন স্থানে যানজট নিরসনের জন্য আমরা কাজ করছি। এ উদ্যোগ ঈদের পরও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর