শিরোনাম
বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ট্রলারসহ ১৪ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় ১৪ জেলেকে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে তাদের আটক করেন বনরক্ষীরা। জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশক ও জালসহ বিভিন্ন মাল জব্দ করা হয়েছে।

 গতকাল বিকালে আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমের কারণে তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশকারীরা কীটনাশক দিয়ে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে। এমন তথ্যে সোমবার সন্ধ্যায় স্মার্ট প্রেট্রোলিং টিম ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীদের যৌথ অভিযানে একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর