বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

বকেয়া রেখেই চলছে চামড়া কেনার প্রস্তুতি

দিনাজপুর প্রতিনিধি

বকেয়া রেখেই চলছে চামড়া কেনার প্রস্তুতি

দিনাজপুরের রামনগর চামড়া মার্কেটের আড়তগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত শ্রমিক-কর্মচারী। লবণের দাম বাড়ায় খরচ বাড়বে চামড়া সংরক্ষণে। ঢাকার বিভিন্ন ট্যানারি মালিকের কাছে বকেয়া পড়েছে ৯ কোটি টাকা। এরপরও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন আড়তদার ও ব্যবসায়ীরা। কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণও সংরক্ষণ করা হয়েছে। পাওনা টাকা না পেয়েও আশঙ্কা নিয়ে চামড়া ব্যবসার প্রস্তুতি নিয়েছেন দিনাজপুরের ব্যবসায়ীরা। এ অবস্থায় চামড়ার সঠিক দাম না পেলে পাচারের শঙ্কা রয়েছে। চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন জেলার চামড়া মালিক গ্রুপ। উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুর শহরের রামনগর মার্কেট। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ বিভিন্ন জেলা থেকে চামড়া বিক্রি করতে আসেন খুচরা ও মৌসুমি ব্যবসায়ীরা। কোরবানির সময়ে লক্ষাধিক চামড়া আসে এখানে। ঢাকার ট্যানারি মালিকদের সঙ্গে লেনদেন চলে মৌখিক ও বাকিতে। গত বছরের টাকা এখনো পাওনা রয়েছে। এবার চামড়া কিনে প্রক্রিয়া করে ঢাকায় বিক্রি পর্যন্ত প্রতি পিস খরচ পড়বে ২৫০ টাকা বলে জানান ব্যবসায়ীরা। এখানে ছোট-বড় মিলিয়ে রয়েছে শতাধিক চামড়া ব্যবসায়ী। কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি চলছে পুরোদমে। ব্যবসায়ী সমিতির কাছ থেকে এখনো নির্দেশনা না পাওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি জুলফিকার আলী স্বপন জানান, ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনো পাওনা আছে। এরপরও কিছু ব্যবসায়ী ব্যবসা ধরে রাখতে চামড়া কেনাবেচায় রয়েছেন। তারা ট্যানারি মালিকদের কাছে বিক্রির পর টাকা পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, ঢাকায় চামড়া পাঠানোর জন্য দিনাজপুরে রয়েছেন ৩০-৪০ জন ব্যবসায়ী। লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কাজে জড়িত আছেন দেড় শতাধিক শ্রমিক।

সর্বশেষ খবর