বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশুহাটগুলোতে ঈদকে পুঁজি করে গরু-ছাগল প্রতি অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, সদর উপজেলার বটতলা পশুহাট, মহিপুর হাটসহ বিভিন্ন হাটে প্রতি গরু-ছাগল হতে ক্রেতাদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা এবং ছাগল প্রতি ক্রেতাদের কাছ থেকে সাড়ে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া বিক্রেতাদের কাছ থেকেও গরু প্রতি ১০০ টাকা এবং ছাগল প্রতি ৩০ থেকে ৫০টাকা হারে আদায় করা হচ্ছে। কিন্তু আদায়কৃত ছাড়ে ইজারা আদায়ের কোনো টাকায় লেখা হচ্ছে না। শুধু পশুর দাম ও ক্রেতা-বিক্রেতার নাম লেখা হচ্ছে। সরকার কর্তৃক গরু প্রতি খাজনা ৫০০ টাকা ও ছাগল প্রতি ২৫০ টাকা নির্ধারিত থাকলেও তা মানছে না হাট ইজারাদাররা। আজ মঙ্গলবার বটতলা হাটে ছাগল কিনতে আসা নাইমুল নামে এক ক্রেতা অভিযোগ করে জানান, কোরবানি উপলক্ষে একটি ছাগল কেনার জন্য তার কাছ থেকে খাজনা আদায় করা হয়েছে ৩৫০ টাকা। আর যিনি ছাগল বিক্রি করেছেন তার কাছ থেকে ৩০ টাকা খাজনা আদায় করা হয়েছে। কিন্তু খাজনার রশিদে কোনো টাকার উল্লেখ নেই। অন্যদিকে সদর উপজেলার মহিপুর পশুহাটে ছাগল কিনতে যাওয়া মামুন নামে এক ক্রেতা জানান, ছাগল কেনার জন্য তার কাছ থেকে ৪০০ টাকা আদায় করা হলেও খাজনা আদায়ের রশিদে টাকার পরিমাণ উল্লেখ করায়ই হয়নি।

এই প্রসঙ্গে বটতলা হাটের ইজারাদার মো. শরিফুল ইসলাম অতিরিক্ত খাজনা আদায়ের কথা অস্বীকার করে বলেন, তারা গরু প্রতি ৫০০ টাকা এবং ছাগল প্রতি ২৫০ টাকা করে খাজনা আদায় করছেন এবং খাজনা আদায়ে কোনো অনিয়ম করা হচ্ছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী বলেন, হাটের ইজারাদার কখনো অতিরিক্ত খাজনা আদায় করতে পারবেন না। এ ছাড়া খাজনা রশিদে অবশ্যই টাকার উল্লেখ থাকতে হবে। তবে বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর