বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

পুঁজি সংকটে চামড়া ব্যবসায়ীরা

সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চামড়া ব্যবসায় দুর্দিন চলছে। ঢাকার ট্যানারি মালিকদের কাছে ব্যবসায়ীদের পাওনা ৩ কোটি টাকা বকেয়া পড়ে আছে। বকেয়া পরিশোধে বারবার তাগিদ দিলেও গত ৫ বছরেও পাওনা টাকা দিচ্ছে না ট্যানারি মালিকরা। ফলে পাওনা টাকা না পেয়ে পুঁজি সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় ঝুঁকি নিয়ে কোরবানির চামড়া কিনতে চাইছেন না চামড়া ব্যবসায়ীরা। চামড়া ব্যবসায়ীরা জানান, ট্যানারি মালিকদের কাছে তাদের ৩ কোটি টাকা আটকে আছে। পাওনা পরিশোধে তাগিদ দিলেও গত ৫ বছরে পরিশোধ করেনি। এ অবস্থায় কোরবানির চামড়া কেনা প্রস্তুতি নেয়নি ব্যবসায়ীরা। মালিকরা পাওনা পরিশোধ করলে কেবল চামড়া কিনবেন তারা। সৈয়দপুর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক জানান, বছরের পর বছর ট্যানারি মালিকরা পাওনা দিতে গড়িমসি করে আসছেন। ফলে পুঁজি সংকটে রয়েছেন ব্যবসায়ীরা। চামড়া কেনার মতো কারও পুঁজি নেই।

সর্বশেষ খবর